যাঁর অবদানে ১৭ নং ওর্য়াডে তথা বাংলাদেশে এই প্রথম সমন্বিত নাগরিক সনদ প্রদান সেবা “ই-কাউন্সিলর” এর যাত্রা শুরু ।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ১৭ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর হাজী মোঃ ইসহাক মিয়া বিগত ১লা ফেব্রুয়ারী ২০২০ ইং তারিখের নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হওয়ার অব্যবহিত পর তার খুব কাছের এক জনকে বলেছিলেন – “জনগণের এ ভালোবাসার প্রতিদান দিতে হবে। ডিজিটাল নাগরিক সেবা চালু করার ব্যবস্থা করো।” মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র আদর্শের সৈনিক মোঃ ইসহাক মিয়া’র অনুপ্রেরণায় উদ্জীবিত হয়ে দেড় মাসেরও কম সময়ের মধ্যে মাত্র গুটি কয়েক তরুন ও মেধাবী তথ্য-প্রযুক্তি যোদ্ধা’র দিন-রাত অক্লান্ত পরিশ্রমের ফসল এই যুগান্তকারী অনলাইন নাগরিক সনদ প্রদান সেবা “ই-কাউন্সিলর”। বাংলাদেশের কোনো সিটি কর্পোরেশন বা ওয়ার্ড কর্তৃক প্রদেয় নাগরিক সনদ প্রদানের ক্ষেত্রে এটাই্ প্রথম কোন সমন্বিত অনলাইন ডিজিটাল প্লাটফর্ম্ ।